২৪ জুলাই, ২০২১ ১৩:২০

ফকির আলমগীরের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ফকির আলমগীরের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

ফকির আলমগীর

একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

শনিবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফকির আলমগীর ছিলেন খ্যাতিমান ও জনপ্রিয় পপ সংগীত শিল্পী। তিনি ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সাথে সম্পৃক্ত থেকে শ্রমজীবী মানুষের জন্য গণসংগীত গেয়েছেন। ’৬৯ এর গণঅভ্যুত্থান এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী হিসেবে স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে তিনি অসাধারণ অবদান রেখেছেন। তিনি ছিলেন সংগীতাঙ্গনে সৃজনশীলতার এক বিশেষ ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। সংগীতে অসামান্য অবদানের জন্য জনপ্রিয় এই শিল্পী স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেন উপাচার্য। 

এসময় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর