ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ‘অনিবার্য কারণবশতঃ’ পিছিয়ে দেওয়া হয়েছে।
আগামী ২৯ অক্টোবর পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর শনিবার। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এর আগে, গত ১৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথে সাথে সাত কলেজের ভর্তি পরীক্ষাও পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ৩০ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ অক্টোবর বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু এখন সেটি আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ফারজানা