২৬ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১৬

বশেমুরকৃবিতে গবেষণা পর্যালোচনা বিষয়ক কর্মশালা

গাজীপুর প্রতিনিধি:

বশেমুরকৃবিতে গবেষণা পর্যালোচনা বিষয়ক কর্মশালা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) দুই দিনব্যাপী ‘দীর্ঘ মেয়াদী গবেষণা পর্যালোচনা বিষয়ক কর্মশালা’ রবিবার শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম, সহযোগী পরিচালক (গবেষণা) প্রফেসর ড. টোটন কুমার ঘোষ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটটের মহাপরিচালক ড. মো: নাজিরুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. আর. এম. সোলাইমান, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নিতীশ চন্দ্র দেবনাথ প্রমুখ।

দু’দিনের এ কর্মশালায় ২০১৭-২০২০, তিন বছর মেয়াদে বাস্তবায়িত মোট ৩৮টি দীর্ঘ মেয়াদী প্রকল্পের গবেষণালব্ধ ফলাফল ৬টি টেকনিক্যাল সেশনের মাধ্যমে উপস্থাপিত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও আমন্ত্রিত কৃষি বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর