২৬ সেপ্টেম্বর, ২০২১ ২১:১০

নভেম্বরে 'বিশেষ পরীক্ষা' নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

নভেম্বরে 'বিশেষ পরীক্ষা' নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তাদের করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী নভেম্বর মাসে 'বিশেষ পরীক্ষা' নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের ৯৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন পরীক্ষার প্রকাশিত ফলের অনুমোদন দেওয়া হয়। এছাড়া অনার্স প্রথম বর্ষে দেশব্যাপী ভর্তি হওয়া চার লাখ নবীন শিক্ষার্থীকে ওরিয়েন্টেশন দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনার্স প্রথম বর্ষে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার দেওয়া, কভিডকালীন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর