জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হলের সিট বরাদ্দের আবেদন আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। অনলাইনে এ আবেদন করতেন পারবেন ছাত্রীরা।
বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম। তিনি বলেন, হলের সিটের জন্য ১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। ছাত্রীদের নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্র জানায়, ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলতে পারে। তবে নোটিশের মাধ্যমে ছাত্রীদের বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ