র্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চার শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কারের আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই ৪ জনসহ রিটকারী ৩৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করে দেওয়া একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। ফলে তারা কেউ আর বুয়েটের হলে থাকতে পারবেন না।
বুধবার এ বিষয়ে জারি করা একাধিক রুল নিষ্পত্তি করে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
বহিষ্কৃত চার শিক্ষার্থী এক সেমিস্টার পরীক্ষা দিতে পারবেন না। পাশাপাশি বুয়েটের হলেও থাকতে পারবেন না তারা। র্যাগিংয়ের ঘটনায় জড়িত এবং রিটকারী অন্য ৩১ শিক্ষার্থীও তাদের বাকি শিক্ষাজীবন বুয়েটের হলে থাকতে পারবেন না। তারা হলের বাইরে নিজ দায়িত্বে থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
বিডি প্রতিদিন/ফারজানা