বাংলাদেশের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর ৯টি অঞ্চলের প্রায় ৬৪ জেলার বিতার্কিক ও সংগঠকদের অংশগ্রহণে আগামী ১-২ অক্টোবর সিলেট এফআইভি ডিবি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম এনডিএফ বিডি লিডারশিপ ট্রেনিং ক্যাম্প-২০২১ ।
এতে সারাদেশ থেকে প্রায় ১২০ জন লিডার অংশগ্রহণ করবেন। দু’দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে থাকবে বিভিন্ন ওয়ার্কশপ, টিম টাস্ক, দর্শনীয় স্থান ভ্রমণ এবং সাংস্কৃতিক আয়োজন। এছাড়াও থাকবে এনডিএফ বিডি’র সাংগঠনিক বেশ কিছু কার্যক্রম ।
লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের ১ম দিনে থাকবে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ ও সন্ধ্যায় লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান। প্রথম দিনে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণে থাকছে রাতারগুল সোয়াম ফরেস্ট ও জাফলং। প্রতিটি দর্শনীয় স্থানে পরিবেশ রক্ষা ও দর্শনার্থীদের করণীয় সম্পর্কে থাকবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। দর্শনীয় স্থান ভ্রমণ শেষে সন্ধ্যায় মূল ভেন্যুতে অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলার সম্মানিত জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সভাপতিত্ব করবেন ক্যাম্প চেয়ার এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান একেএম শোয়েব।আহ্বায়ক হিসেবে স্বাগত বক্তব্য রাখবেন এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান ও এনডিএফ বিডি সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক খলিলুর রহমান খলিল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর থাকবে এনডিএফ বিডির বার্ষিক ক্যালেন্ডার প্রস্তুত, রাত ৯টার দিকে থাকবে এনডিএফ বিডি কুইজ প্রতিযোগিতা, রাত ১০টায় থাকবে এথিক্যাল এসপেক্ট, ম্যানার অ্যান্ড বিউটি অব ইম্প্রভাইজেশনের উপরে একটি ওয়ার্কশপ। গ্রান্ড ডিনারের পর থাকবে সাংস্কৃতিক আয়োজন এবং বিভিন্ন ফ্যান গেম।
লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের ২য় দিনের শুরুতে থাকবে এনডিএফ বিডি ইসি প্যানেল নির্বাচন, এরপর থাকবে লিডারশিপের উপরে একটি কর্মশালা, কর্মশালার পর থাকবে ২য় দিনে দর্শনীয় স্থান ভ্রমণ। হযরত শাহ জালাল (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত ও ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ। সন্ধ্যা ৭টার দিকে ভেন্যুতে প্রত্যাবর্তন এবং গ্রান্ড ডিনার ও সমাপনী আয়োজনের মধ্য দিনে পর্দা নামবে দু’দিনের ট্রেনিং ক্যাম্পের ।
ইতিমধ্যে সারাদেশের এনডিএফ বিডি লিডারদের বিভিন্ন প্রতিযোগিতার জন্য ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপগুলো টিম হাকালুকী- মো. মাহমুদ হাসান (টিম লিডার), তারক চন্দ্র মন্ডল (ডেপুটি টিম লিডার) খুলনা, তাহমিনা ইসলাম তিথি (সেন্ট্রাল), রাকিব হাসান (কুষ্টিয়া), মো. শাহরিয়ার কবীর লাম (খুলনা), মাশরিক খান মাহিন (ময়মনসিংহ), সুফিয়ান জুবায়ের (রাজশাহী), অমরিশ চন্দ্র মোহন্ত (রংপুর), সুমাইয়া ইসলাম (কুষ্টিয়া) ও শুভ্র (সেন্ট্রাল)।
টিম মাধবকুণ্ড- রাকিবুল হান্নান মিজান (ময়মনসিংহ) টিম লিডার, শাহনুর কিবরিয়া সুজন (চট্টগ্রাম) ডেপুটি টিম লিডার, বিলকিস বারী, নাঈম ইসলাম (বরিশাল), জাহিদ হাসান ইমন (কুস্টিয়া), রুহান (রংপুর), নাজমুস সাকিব সামি (সিলেট), মুরাদ (রংপুর), শাহীন আলম (সেন্ট্রাল), নোয়ার পাপিয়া (সেন্ট্রাল)।
টিম রাতারগুল- অরূপ রতন শীল (রাজশাহী) টিম লিডার, নুর ই জান্নাত (সেন্ট্রাল) ডেপুটি টিম লিডার, মাহফুজুর রহমান (কুষ্টিয়া), তুষার ধর (চট্টগ্রাম), দোয়েল (বরিশাল), ওমর ফারুক (খুলনা), রুবেল হোসেন (রংপুর), মেহেদী হাসান হৃদয় (সিলেট), মতিউর রহমান (সেন্ট্রাল), সাঈদ হাসান (রংপুর)।
টিম জাফলং- রবিউল ইসলাম রিমন (টিম লিডার), নাজমুল মিঠু (সেন্ট্রাল) ডেপুটি টিম লিডার, তৃষা (সেন্ট্রাল), নাহিদুর রহমান দূর্জয় (খুলনা), মেহেরুন্নেসা ইতি (রাজশাহী), রানা (বরিশাল), আমিন উল্লাহ ফাহাদ (চট্টগ্রাম), আরহাম মুশফিক (রাজশাহী), তওসিফ (রংপুর), ফওজিয়া আক্তার ফারিয়া (সেন্ট্রাল)।
টিম টাংগুয়া- ডা. কল্যান অর্ণব (সেন্ট্রাল) টিম লিডার, লুভনা রহমান (সেন্ট্রাল) ডেপুটি টিম লিডার, আয়শা সেলীন (সেন্ট্রাল), আরমানী তরফদার (রাজশাহী), ফাহিম মুনতাছির রহমান (কুষ্টিয়া), অভিষেক বৈদ্য (চট্টগ্রাম), আল-আমিন (খুলনা), তৌহিদুল ইসলাম যুবরাজ (ময়মনসিংহ), নিয়াজ মো. খলিদ ফেরদৌস (রংপুর), শাহীন (সেন্ট্রাল)।
টিম বিছানাকান্দি- ডা. ইফতেখার তুষার (সেন্ট্রাল) টিম লিডার, জয়নুল হোসেইন তুহিন (সিলেট) ডেপুটি টিম লিডার, উম্মে রুমান (সেন্ট্রাল), সৌম্যজিতা শ্রুতি (কুষ্টিয়া), সায়েম (সেন্ট্রাল), আহসান (বরিশাল), রিয়াজ হোসাইন (চট্টগ্রাম), ওমান জাফর (রাজশাহী), রিফাত (রংপুর), রাজিবুল ইসলাম সুমন (সেন্ট্রাল)।
টিম লাক্কাতুরা- এম আল আমিনুর রহমান আকাশ (খুলনা) টিম লিডার, ইউনুস ফারাবী (সেন্ট্রাল) ডেপুটি টিম লিডার, তানভীর আহমেদ (কুষ্টিয়া), সামাউন বিন আশরাফ (খুলনা), তানভীর (বরিশাল), মো. সাঈদ (রংপুর), মুহাইমিনুল ইসলাম সৌরভ (ময়মনসিংহ), মাহজাবিন প্রভা (রাজশাহী), মাহিন (রংপুর), রানা সরকার (সেন্ট্রাল)।
টিম লালাখাল- কামরুল হোসেন রোহিত (কুষ্টিয়া) টিম লিডার, ডেপুটি টিম লিডার তাসনিম দিবা চৌধুরী (খুলনা), ফেরদৌস (সেন্ট্রাল), সাদিয়া আফরিন মোহনা (ময়মনসিংহ), রায়হান সাঈদ (চট্টগ্রাম), রাগিব হাসিন (খুলনা), শফিক বাপ্পী (ময়মনসিংহ), তায়েব তানজীম (রাজশাহী), মেহেদী হাসান মারুফ (রংপুর), মারজান পারভেজ (সেন্ট্রাল)।
বিডি-প্রতিদিন/শফিক