জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অমিতোষ হালদার আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি, ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জান যায়, মৃত্যুর আগে অমিতোষ কয়েকপাতা সুইসাইড নোট লিখে রেখে গেছেন। কেন ও কী কারণে সুইসাইড করেছেন- এই বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ তার সহপাঠীরা।
বিডি প্রতিদিন/আরাফাত