সিলেট বিভাগীয় কেন্দ্র হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের স্নাতক প্রথম বষের্র ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৪.০৪ শতাংশ।
‘খ’ ইউনিটে সিলেট বিভাগের মোট আবেদনকারী শিক্ষার্থী ছিল ৯২১ জন। তবে বিশ্ববিদ্যালয়ের ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৭৪ জন শিক্ষার্থী।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ঢাবি 'খ' ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক দিলারা রহমান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ