স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী। সিট সংখ্যা অনুযায়ী উপস্থিতির হার ৮৭ দশমিক ৭৯ শতাংশ।
এ সময় ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন এবং ঢাবির প্রতিনিধি দল।
পরীক্ষার হলগুলো ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে স্যানিটাইজেশন ও মাস্ক পরিধান নিশ্চিত করে পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। এছাড়াও অসুস্থ পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ কেয়ারের বেডে রেখে পরীক্ষা দেয়ার ব্যবস্থা রাখা হয়।
পরীক্ষার হল পরিদর্শন শেষে বাকৃবি ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরেছে। কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। আগামী ০৯, ২২ ও ২৩ তারিখ ঢাবির গ, ঘ ও চ ইউনিটের ঢাবির আরো তিনটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন