ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ খোকনের আজ ১০ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বিকালে মিলাদ ও মাহফিলের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আমিনুল ইসলাম, জিয়াউদ্দিন শিপু, মাসুদুর রহমান, সাজ্জাদ সাকিব বাদশা, বদিঊজ্জামান সোহাগ, রাশেদুল মাহমুদ রাসেল, বীর আবু আববাস, মফিজুল ইসলাম ঢালী, আহসানউল্লাহ বাশার, আরিফুজ্জামা ঊজ্জল প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত