৭ ডিসেম্বর, ২০২১ ১৭:০৪

মাভাবিপ্রবিতে ১৩ ব্যাচের শিক্ষার্থীদের ‘র‌্যাগ ডে’ শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

মাভাবিপ্রবিতে ১৩ ব্যাচের শিক্ষার্থীদের ‘র‌্যাগ ডে’ শুরু

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের (সন্ধি-১৩) শিক্ষার্থীদের ৩ দিনব্যাপী ‘শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ ডে) মঙ্গলবার থেকে শুরু হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান বেলা ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে ৩ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। এরপর শিক্ষা সমাপনী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক বাবু কিশোর দেবের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা পুরো ক্যম্পাস প্রদক্ষিণ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

তিনব্যাপী উৎসবের ১ম দিন ৭ ডিসেম্বর আনন্দ শোভাযাত্রা, রংখেলা, ফটো সেশন, ফানুস উড়ানো ও আতশবাজি এবং ৮ ডিসেম্বর বৃক্ষরোপন ও সকল বিভাগের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৯ ডিসেম্বর কনসার্টের আয়োজন করা হয়। র‌্যাগ ডে উপলক্ষে শিক্ষার্থীরা সারাদিনই রংখেলা ও হৈ-হুল্লরে মেতে থাকে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর