রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদক সেবনের সময় ছয়জন বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পার্শ্বের আম বাগানে মাদক সেবনের সময় সেখান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা সবাই রাজশাহীর স্থানীয়। তাদেরকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লিয়াকত আলী বলেন, 'প্রতিদিন সন্ধ্যার পর প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। আমাদের কাছে খবর ছিল একটি গ্রুপ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রতিদিন এসে মাদক সেবন করে। আমরা সেই খবরের সূত্র ধরে আজ সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশে যাই এবং সেখানে ছয়জন বহিরাগত মাদকসেবীদের হাতেনাতে ধরি। আটককৃতদের আমরা মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করেছি। এখন তারা আইনগত ব্যবস্থা নেবে।'
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তুহিন বলেন, আমি এখনো থানায় যায়নি। থানায় যাওয়ার পর বিস্তারিত বলতে পারব।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন