ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষাসমূহ আগামী ২০ এপ্রিল (বুধবার) পর্যন্ত চলবে। তবে বিভাগ চাইলে ২০ তারিখের পরেও শুধুমাত্র পরীক্ষাসমূহ নিতে পারবেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা থাকবে এবং ক্লাস-পরীক্ষা চলবে। তবে বিভাগ চাইলে এই তারিখের পরেও শুধুমাত্র পরীক্ষাসমূহ নিতে পারবেন।’
এর আগে গত ১৯ মার্চ সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০ রমজান পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এক বক্তব্যে তিনি বলেন করোনার ক্ষতি পুষিয়ে নিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পন্ন না হলেও প্রথমবর্ষের ক্লাস শুরু হয়েছে। ঈদের পরে নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করে নেয়া হবে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বিডি প্রতিদিন/হিমেল