আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি)- এর মাল্টিপারপাস হলে গত ২ এপ্রিল, ২০২২-এ "স্টুডেন্ট ফটোগ্রাফি কম্পিটিশন এর পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি এআইইউবি এর স্থাপত্য বিভাগ আয়োজন করে।
স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের কাজের প্রদর্শনী এবং ক্যাম্পাস ট্যুরও এই অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল। স্থাপত্য বিভাগ তার ‘আউটরিচ’ প্রোগ্রামের অংশ হিসাবে কলেজ ছাত্রদের জন্য এই "আলোকচিত্র প্রতিযোগিতা" শুরু করেছে। প্রতিযোগিতার থিম ছিল "আমার শহর এবং আমি" অথবা "সৃজনশীল আমি"। মোট অনলাইন রেজিস্ট্রেশনের সংখ্যা ছিল ৩৮৫ টি, যেখানে জমা দেওয়ার সংখ্যা ছিল ৯২টি।
জুরি বোর্ডের সদস্য ছিলেন আশিক ভাস্কর মান্নান, আশিক ইকবাল, আজমেরী নুসরাত সোমা ও মো. সরিফুল ইসলাম সজিব। আর প্রতিযোগিতা অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন রাশেদ হাসান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮৩ জন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা হয় বিভাগীয় প্রধান, আরেফিন ইব্রাহিমের সূচনা বক্তব্যের মাধ্যমে। এরপর এআইইউবি ক্যাম্পাস এবং স্থাপত্য বিভাগের একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা দর্শকদের দেখানো হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রথম পুরস্কার বিজয়ীরা হলেন কুমিল্লার মুহাম্মদ সাইদুল ইসলাম (কলেজ: ডিকেএমএইচসি), দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান পেয়েছেন বরিশালের সাফায়েত হোসেন শান্ত (বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ) এবং চট্টগ্রামের মুহাম্মদ নাজমুল হোসেন (কলেজ: ক্যামব্রিয়ান কলেজ চট্টগ্রাম)।
পাশাপাশি দুটি প্রশংসা পুরস্কারও ছিল। প্রশংসা পুরষ্কার বিজয়ীরা হলেন ঢাকার বিএএফ শাহীন কলেজের শ্রেয়াস পোদ্দার এবং মাইলস্টোন কলেজের মিনহাজুল আলিফ। বিজয়ীরা এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এআইইউবি’কে ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের অনুভূতি প্রকাশ করেছেন যা দর্শকদের জন্য অনুপ্রেরণাদায়ক। বিজযয়ীদের নাম ঘোষণার পর শিক্ষার্থীদের উদ্দেশে একটি উৎসাহব্যঞ্জক বক্তৃতা দেন আর. আশিক ইকবাল। পরিশেষে অংশগ্রহণকারীরা স্টুডেন্ট ওয়ার্ক এক্সিবিশন ঘুরে দেখেন এবং এআইইউবি ক্যাম্পাসে ভ্রমণের জন্য যান। এই সফরটি সমন্বয় করেন নন্দিতা বাড়ই, চৌধুরী ফারাহ জাকি, নুশরাত ই হক এবং স্থাপত্য বিভাগের শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা।
বিডি প্রতিদিন/এএম