২০২২-২৩ অর্থবছরের ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে মধুর ক্যান্টিন থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সমাবেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, কোভিড ১৯ মহামারীর সকল ধরনের প্রতিকূলতা কাটিয়ে দেশের সবচেয়ে বড় বাজেটের রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ। সেই বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, স্বাস্থ্যখাত ও কর্মসংস্থান সৃষ্টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, গোটা পৃথিবীতে দ্রব্যমূল্য যখন বেড়ে গেছে, তখন আমাদের মধ্যবিত্ত, নিম্মবিত্ত, কৃষক-শ্রমিক, প্রান্তিক মানুষের আয় ক্ষমতার মধ্যে এ বাজেটের রূপকল্প তৈরি করা হয়েছে। এজন্য বর্তমান সরকারের এ বাজেটকে আমরা শিক্ষার বাজেট, তরুণ প্রজন্মের বাজেট, কর্মসংস্থানের বাজেট অন্তর্ভুক্তিমূলক বাজেট, কৃষক-শ্রমিক ও মেহনতী মানুষের বাজেট বলে মনে করি।
সাদ্দাম বলেন, বর্তমান সরকারের বাজেটে আগের বছরের চেয়ে নয় হাজার কোটি টাকা বৃদ্ধি করে ৮১ হাজার কোটি টাকার শিক্ষা বাজেট বাস্তবায়ন করার রুপকল্প প্রদান করা হয়েছে। এ শিক্ষা বাজেট ২০০৬ সালের বিএনপি-জামায়াতের মোট বাজেটের আকারের চেয়েও বেশি। এটি প্রমাণ করে দেয়, বর্তমান সরকার এই বাজেট এমনভাবে প্রণয়ন করেছে যাতে আমাদের কর্মসংস্থান সুনিশ্চিত করা সম্ভব হয়। এই বাজেট পাঠ্যবইয়ে উদাহরণ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর বিভিন্ন হলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের: এদিকে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ এবং জাতীয় আয়ের আট শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। এ দাবিতে বৃহস্পতিবার রাজু ভাষ্কর্যেরর পাদদেশে এক সমাবেশ করে সংগঠনটি। এতে সংগঠনটির সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন। পরে তাদের একটি মিছিল শাহবাগ প্রদক্ষিণ করে।
এদিকে, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে নূন্যতম ৩৫ করাসহ চার দফা বাস্তবায়ন এবং শিক্ষিত যুবকদের বেকারত্ব থেকে মুক্তির লক্ষ্যে যুব বান্ধব বাজেট পেশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র যুবকল্যাণ পরিষদ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন