ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ২২ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ কমিটির অনুমোদন দিয়েছেন।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও উপদেষ্টা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
নির্বাচন ঘিরে গঠিত ২২ সদস্যের উপদেষ্টা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং সদস্য-সচিব হিসেবে রয়েছেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন।
এ সময় চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী নির্বাচনী কার্যক্রম নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. একরামুল হক, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, প্রাক্তন ডিন ও অবসরপ্রাপ্ত অধ্যাপকবৃন্দ, এবং বিভিন্ন বিভাগীয় শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগগিরই নির্বাচনী তফসিল ঘোষণাসহ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ