আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ অ্যালামনাই সোসাইটি (এআইইউবিঅ্যালাম্স) এর উদ্যোগে গত ১০ জুন এআইইউবি ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম এআইইউবি অ্যালামনাই হোমকামিং প্রোগ্রামের আয়োজন করা হয়।
প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠানটি সহপাঠী বন্ধুদের সাথে পরস্পরের পুরাতন স্মৃতি রোমন্থন এবং পুনরায় যোগাযোগের বিশেষ আয়োজনে মুখরিত হয়ে উঠেছিল।
এআইইউবি অ্যালামনাই সোসাইটি (এআইইউবিঅ্যালাম্স) সরকার কর্তৃক অনুমোদিত অ্যালামনাই সোসাইটি। এআইইউবি’র সকল প্রাক্তন শিক্ষার্থীদের জন্য আত্ম-বিকাশ এবং পারস্পারিক যোগাযোগের মাধ্যেমে সম্পর্ক উন্নয়ন বজায় রাখতে এআইইউবি অ্যালামনাই সোসাইটি একটি সমাজিক প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
এআইইউবি অ্যালামনাই সোসাইটির (এআইইউবিঅ্যালাম্স) বিশেষ প্রত্যাবর্তন দিনটি উদ্যাপনে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস প্রাঙ্গনে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী এই মিলনমেলায় অংশগ্রহণ করে যেখানে তারা মতবিনিময় সভা, বিভিন্ন ইনডোর গেমস, আউটডোর গেমস, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্পাস ট্যুর, বিনোদন অনুষ্ঠান ও র্যাফেল ড্র সহ অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রাক্তন শিক্ষার্থীরা এআইইউবি’র বর্তমান আধুনিক উন্নয়ন কর্মকাণ্ড পরির্দশন শেষে বিগত সময়ের মতো তাদের প্রিয় শিক্ষাঙ্গনে ক্যাম্পাসে ফিরে আসার মাধ্যেমে পুনরায় পারস্পারিক সর্ম্পক উন্নয়নে পুনর্মিলনী হওয়ার সুযোগ লাভ করে এবং দীর্ঘদিন পর তাদের অতীতের হারিয়ে যাওয়া বন্ধুদের নিয়ে অনেক মধুর স্মৃতির সাথে জড়িয়ে পড়েন। ঢাকার অভ্যন্তরে অবস্থিত এআইইউবি’র সবুজ ক্যাম্পাসের সৌন্দর্য সমাবেশে বাড়তি আভিজাত্য যোগ করেছে। ব্যান্ড দল দলছুট ও মিনারের সংগীত পরিবেশনায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও আনন্দময় মাত্রায় ফুটিয়ে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. কারমেন জিটা লামাগনা এবং ট্রাস্টি বোর্ডের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য মিসেস নাদিয়া আনোয়ার। এআইইউবি অ্যালামনাই সোসাইটির এই আয়োজনের মাধ্যেমে প্রাক্তন বন্ধু এবং সহপাঠীদের সাথে পুনরায় পুনর্মিলনী অনুষ্ঠানে যোগাযোগ স্থাপনের মাধ্যেমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও বর্তমান কার্যক্রমসমূহ জানার এক সম্ভাবনা তৈরী হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রত্যাবর্তন ২০২২ ইং অনুষ্ঠানটি শিক্ষার্থীদের পুনরায় অংশগ্রহণ ও সম্মিলিত হওয়ার প্রতিশ্রুতির মাধ্যেমে আবেগপূর্ণ পরিবেশে মিলনমেলায় সমাপ্ত হয়। এআইইউবি অ্যালামনাই সোসাইটি পক্ষ হতে প্রথমবারের মতো এই আয়োজিত প্রত্যাবর্তন অনুষ্ঠানটিকে সফল করে তোলার জন্য এবং সার্বিকভাবে সহযোগিতার জন্য সকল প্রাক্তন শিক্ষার্থীদের অবদান কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয় যা সকল শিক্ষার্থীকে অনুপ্রাণিত করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন