বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ডিগ্রি ইউনিট কর্তৃক আয়োজিত এমফিল ও পিএইচডি গবেষকদের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন সোমবার বাউবি’র গাজীপুরস্থ সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্কুল অব এডুকেশনের অধ্যাপক ড. মো. মোহসীন উদ্দিন। সংশ্লিষ্ট স্কুলের ডিন ও গবেষণা তত্ত্বাবধায়করা ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিসার্চ ডিগ্রি ইউনিটের উপ-পরিচালক ড. মো. জামাল উদ্দিন খান। ওরিয়েন্টেশন প্রোগ্রামে ২০ জন গবেষক অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই