প্রায় পাঁচ বছর পর ছাত্রলীগের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে ২৯ জুন (বুধবার)। এর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে শেকৃবি ছাত্রলীগের বর্তমান কমিটি তথা মিঠু-মিজান নেতৃত্ব।
মঙ্গলবার (১৪ জুন) ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত শেকৃবি ছাত্রলীগের উদ্দেশে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্রলীগ। বিজ্ঞপ্তিতে শেকৃবি ছাত্রলীগকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২৯ জুন সম্মেলন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ নভেম্বর এস এম মাসুদুর রহমান মিঠুকে সভাপতি এবং মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি ২২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি পদে ৬০ জন, যুগ্ম সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন ও সহ সম্পাদক পদে ২৬ জনের নাম ঘোষণা করা হয়। এরপর মিঠু-মিজান কমিটি ২০২১ সালের ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির পাঁচ হলে ২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে।
সম্মেলন প্রসঙ্গে বর্তমান কমিটির সভাপতি এম মাসুদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ‘ব্যস্ত আছেন পরে কথা বলবেন’ বলে জানান।
বিডি প্রতিদিন/হিমেল