৯২২ কোটি টাকা বাজেট পাস করতে আগামীকাল বসছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশন। বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে শুরু হবে বাজেট অধিবেশনের কার্যক্রম। এতে সিনেটের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করবেন।
২০২২-২৩ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটের পরিমাণ ৯২২ কোটি ৪৮ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে এটা ছিল ৮৩১ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসেবে এবার বাজেটের পরিমাণ বেড়েছে ৯০ কোটি ৬৯ লাখ টাকা। গত রবিবার প্রস্তাবিত বাজেট সিনেট অধিবেশনে উপস্থাপনের জন্য অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী ফোরাম সিন্ডিকেট।
বিডিপ্রতিদিন/কবিরুল