বন্যা পরিস্থিতির অবনতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাস প্লাবিত হওয়ায় আগামী এক সপ্তাহের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হলে ছুটি আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
শুক্রবার (১৭ জুন) সকাল ১০টা জরুরী সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকলেও উপাচার্য বলেন, খাবার পানি, বিদ্যুৎ ও হলে সার্বিক সুবিধা ও নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষার্থীদের হল ছাড়ার অনুরোধ করছি। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপদ দূরত্বে পৌঁছে দেয়ার ক্ষেত্রে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ