রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে তিনটি গবেষণা ল্যাব ও আধুনিক সেমিনার লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে এ ল্যাব ও লাইব্রেরীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
অনুষ্ঠানে মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি বিশ্বনাথ শিকদারের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম।
অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত ও ফারুক হাসানের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিগত অগ্রগতি খুবই গুরুত্বপূর্ণ। কেননা প্রযুক্তিগত শক্তিবলে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে। তাই প্রযুক্তির জ্ঞান ও এর সঠিক ব্যবহারের বিকল্প নেই।
অনুষ্ঠানে এ বিভাগের প্রতিষ্ঠিত ল্যাব ও সেমিনার দেখে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আধুনিক গবেষণাকে সামনের দিকে অগ্রসর করতে এই ল্যাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ল্যাব ও সেমিনারে শিক্ষক-শিক্ষার্থীদের নতুন নতুন গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, ইনষ্টিটিউটের পরিচালকবৃন্দসহ সিনিয়র শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম