রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'যৌন নিপীড়ন প্রতিরোধ' সেল পুনর্গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫১৫তম সিন্ডিকেট সভায় এই সেল পুনর্গঠন করা হয়।
সিন্ডিকেট সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।
পুনর্গঠিত যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের আহ্বায়ক সমাজকর্ম বিভাগের অধ্যাপক তানজিমা জোহরা হাবিব ও সদস্য সচিব ফার্মেসী বিভাগের অধ্যাপক রওনক জাহান।
সেলের অন্য সদস্যরা হলেন- ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু বক্কর ইসমাইল, সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, এ্যাডভোকেট শিখা ও অ্যাডভোকেট ইসমত আরা।
বিডি প্রতিদিন/আরাফাত