শিরোনাম
১৩ আগস্ট, ২০২২ ১৩:১৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “দেয়ালিকা শোকাশ্রু” উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “দেয়ালিকা শোকাশ্রু” উদ্বোধন

শোকাবহ ১৫ই আগস্ট উপলক্ষে মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার সকাল পোনে ১১ টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “দেয়ালিকা শোকাশ্রু” উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এই শোকাবহ “দেয়ালিকা শোকাশ্রু” উদ্বোধন করেন। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও আইন অনুষদ বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এই “দেয়ালিকা শোকাশ্রু” প্রকাশ করা হয়েছে। এই দেয়ালিকায় ভয়াবহ ১৫ই আগস্টের ও ২১ আগস্টের গ্রেনেট হামলার ঘটনাসহ বিশেষ ঘটনাগুলো স্থান পেয়েছে। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর সহ শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ১৫ই আগস্ট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ রোপণ কর্মসূচী, প্রদীপ প্রজ্জলন, বঙ্গবন্ধুর প্রতীকীতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণসহ মাসব্যাপী নানান কর্মসূচী পালন করে আসছে কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর