চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভুয়া হেল্প ডেস্ক বসিয়ে কয়েকজন শিক্ষার্থীর মোবাইল-ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র হাতিয়ে নিয়েছে একটি চক্র। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রথম শিফটের পরীক্ষা শেষে সমাজবিজ্ঞান অনুষদের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বেশ কয়েকজন যুবক টোকেন দিয়ে তাদের ব্যাগ ও মোবাইল জমা রাখে। পরীক্ষার্থীরা হেল্প ডেস্ক ও টোকেন দেখে বিশ্বাস করলেও পরীক্ষা শেষে বের হয়ে দেখেন জমা রাখা বুথ এবং লোকজন নেই। এ ঘটনায় প্রতারিত হয়েছেন ৭ পরীক্ষার্থী। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিহীন হেল্প ডেস্ক বসিয়েছে প্রতারক চক্র।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতারক চক্রকে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করা যায়নি। তারা সিসিটিভি এলাকা থেকে দূরে এবং প্রচণ্ড ভিড়ের মধ্যে কাজটি করেছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর