রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চারুকলা অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বাঙালি সংস্কৃতি সবকিছু মনেপ্রাণে ধারণ করেই মূলত জয়নুল আবেদীনকে শিল্পাচার্য হয়েছে। কেননা তার উপর গভীর প্রভাব ছিল ব্রহ্মপুত্র নদের। তিনি এই নদীর পলি, আবহাওয়া ও পাখ-পাখালির শব্দে বেড়ে উঠেছিলেন। একটি নিজস্ব মনোজগত তৈরি করেছিলেন। তাঁর শিল্পকর্মকে নিয়ে আরো জানার জন্য চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহবান জানান উপাচার্য।
অনুষ্ঠানে চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামাণিক। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু তাহের।
বিডি প্রতিদিন/এএম