২৫ জানুয়ারি, ২০২৩ ২০:২২

ঢাবি ছাত্রকে স্থায়ী বহিষ্কারসহ অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি ছাত্রকে স্থায়ী বহিষ্কারসহ অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ

ক্যাম্পাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্তার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে স্থায়ী বহিষ্কারসহ আরও পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলস্বন, দায়িত্বরত শিক্ষকদের সাথে অসদাচরণসহ বিভিন্ন অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত, উপাদানকল্প বিভিন্ন কলেজের ১০৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ প্রদান করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন।

এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

গত ৩১ অক্টোবর মধ্যরাতে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে জিম নাজমুলকে সাময়িক বহিষ্কার করা হয়। পরে নারী লাঞ্ছনাসহ অন্য অপরাধে যুক্ত থাকায় তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়। এছাড়া অ্যালকোহল পান করায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের তিন শিক্ষার্থীকে ইনস্টিটিউটের গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বহিষ্কারের সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে মারধরের অভিযোগে চারুকলার এক শিক্ষার্থীকেও বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর