১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৫৬

চবি উপাচার্যের কক্ষে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি

চবি প্রতিনিধি

চবি উপাচার্যের কক্ষে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি

ফাইল ছবি

ছাত্রলীগ নেতাকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের কক্ষে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত পূর্বক সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়।

তিন সদস্যের এ তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন- সিন্ডিকেট সদস্য ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। এছাড়াও সদস্য হিসেবে আছেন আইন বিভাগের অধ্যাপক নির্মল কুমার সাহা এবং সদস্য সচিব হিসেবে আছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমান৷

এ বিষয়ে সদস্য সচিব  হাসান মোহাম্মদ রোমান বলেন, তদন্ত কমিটি গঠন নিয়ে আমাকে চিঠি দেওয়া হয়েছে। এতে অনতিবিলম্বে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে৷ প্রমাণ সংগ্রহ করা, সিসিটিভি'র ফুটেজ দেখে যাচাই বাছাই করা নিয়ে আমরা দ্রুত কাজ শুরু করবো। এছাড়াও যারা উপস্থিত ছিলেন তাদের সাক্ষ্য নেওয়াসহ যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ে আমরা এটি সম্পন্ন করবো এবং প্রতিবেদন জমা দিব।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর