বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে মাদক পরিবহনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুই শিক্ষার্থী হলো- ৪৩ ব্যাচের রিপন সাহা (২৮) ও ৪৬ ব্যাচের জুয়েল আহমেদ (২৫)। তারা বর্তমানে বংশাল থানা হেফাজতে রয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে রাজধানীর বংশাল থানার ঢাকা ব্যাংকের সামনে থেকে এই দুই শিক্ষার্থীকে আটক করা হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মদসহ আটক করা হয়েছে। তাদের সঙ্গে চালক আসাদুল্লাহ দুলালকেও আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
ওসি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে বংশাল থানা রোডে পাবলিক সন্দেহজনক আচরণ দেখে আটক করে। পরে থানায় খবর আসলে আমরা সেখানে গিয়ে তাদের আটক করি। তাদের কাছে অনেকগুলো মদের বোতল পাওয়া গেছে।
ওসি জানান, তাদের বিরুদ্ধে এখনও মামলা হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা না নিলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার সাথে বংশাল থানার কারও কথা হয়নি। এ বিষয়ে অবগত নই। যেহেতু বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে এ ঘটনা ঘটেছে সুতরাং, এটা চিকিৎসাকেন্দ্র দেখবে। এটা আমার কাজ না। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, কয়েক দিন আগেও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক পরিবহন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব (র্যাগ ডে) উদযাপন হবে। অনুষ্ঠান উপলক্ষে বংশাল এলাকা থেকে মাদক কেনার পরিকল্পনা হয়। পরিকল্পনা অনুসারে রোগী আনার কথা বলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক কেনা শেষে ক্যাম্পাসে ফিরছিলেন দুই শিক্ষার্থী। পথে ঢাকা ব্যাংকের কাছে পুলিশ মাদক বহনকারী অ্যাম্বুলেন্সটি আটক করে।
বিডিপ্রতিদিন/কবিরুল