নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে কেক কাটা, নারী দিবসের র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ স্লোগানকে প্রতিপাদ্য করে সকালে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টর ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আনিসুজ্জামান, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব লতিফা বুলবুলসহ নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, গত ৮ মার্চ বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিশ্ব নারী দিবস পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব নারী দিবসের কর্মসূচি পালিত হলো।
বিডি প্রতিদিন/হিমেল