২৫ মার্চ, ২০২৩ ০০:৩৮

শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাবি ছাত্রলীগের তিন নেতার পদ স্থগিত

জাবি প্রতিনিধি

শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাবি ছাত্রলীগের তিন নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন নেতার পদ স্থগিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। শুক্রবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত নেতারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আইন সম্পাদক ইমরুল হাসান অমি, সহ-সম্পাদক আহমেদ গালিব ও সদস্য আহসানুল হাবীব রেজা। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হলের আবাসিক ছাত্র।

এদের মধ্যে উপ-আইন সম্পাদক ইমরুল হাসান অমি ও সহ-সম্পাদক আহমেদ গালিবকে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদলকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ১৭ (খ) ধারা অনুযায়ী তাদের দায়িত্বরত পদগুলো স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

ভবিষ্যতে তাদের যে কোনো অসামাজিক, অনৈতিক এবং সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের দায়ভার ছাত্রলীগ বহন করবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর