অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি’ এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এক প্রজ্ঞাপণের মাধ্যমে আগামী ৪ বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ প্রাপ্তির পর গত ২ এপ্রিল নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেণ্য চিত্রশিল্পী মোস্তাফিজুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।
অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম ইতোপূর্বে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিটি ইউনিভার্সিটিয়ে উপাচার্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে বর্ণাঢ্য কর্মজীবন অতিবাহিত করেন। তিনি ইউনিভার্সিটি অব সোয়ানসি, ইউকে থেকে বায়োটেকনোলজি বিষয়ে পোস্ট ডক্টরাল ও ইন্সটিটিউট অব এগ্রোনমি, রোমানিয়া থেকে প্ল্যান্ট ব্রিডিং এ পিএইচডি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার ও জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং এ বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ