ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে শিক্ষা, যোগাযোগ ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) উপাচার্য অধ্যাপক শাহ আজম শান্তনু।
সোমবার দুপুরে নগরীর একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক শাহ আজম জানান, মতবিনিময়কালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন একটি যুগোপযোগী সিদ্ধান্ত। আগামীতে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের যাতে এক্সচেঞ্জ করা যায়, সেদিকটি নিয়ে কাজ করা হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা তৈরির পরামর্শ দেন ভারতীয় হাইকমিশনার।
বিডি-প্রতিদিন/বাজিত