ঘুমের মধ্যে হঠাৎ খিঁচুনিতে রাজু আহমেদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থী মারা গেছেন। শনিবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল।
তিনি জানান, ঈদের ছুটি কাটিয়ে শনিবার বিকালে গ্রাম থেকে ঢাকায় আসেন রাজু। সন্ধ্যা সাতটায় নারিন্দা চিনি টুকরা মসজিদের পাশে পঞ্চম তলার ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রাজু। সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে রাত পৌনে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজু আহমেদের (২১) গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার রামপুর গ্রামে। তার পিতার নাম আখতারুল ইসলাম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল বলেন, আমরা রাজু আহমেদের মৃত্যুর খবর পেয়েছি। ছেলেটি গতকাল ঢাকায় এসেছিল। বিকালে ঘুমের মধ্যে হঠাৎ খিঁচুনি উঠলে অজ্ঞান হয়ে যায়। পরে বন্ধুরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।
এদিকে রাজু আহমেদের অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল