ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া।
শনিবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ করেছেন। আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, এত দিন হলটির প্রাধ্যক্ষ হিসেবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূইয়া দায়িত্ব পালন করে এসেছেন।
নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া বলেন, আমাদের প্রধান ‘স্টেকহোল্ডার’ হল আমাদের শিক্ষার্থী। হলে তারা যেসব সুযোগ-সুবিধা পান, আমি তা নিশ্চিত করার চেষ্টা করবো। কীভাবে সেগুলোর প্রাপ্তি আরও ত্বরান্বিত করা যায়, সে ব্যাপার হলের কর্মকতা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে পরিকল্পনা করে কাজ করবো। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ