জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত পাবনা জেলা শিক্ষার্থীদের সংগঠন 'পাবনা জেলা সমিতি'র আংশিক কমিটি- ২০২৩ ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী সৌরভ মাযহার এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী মেহেদী হাসান মিশাদ। রবিবার (৩০ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন- ইয়া রাফিউ শিকদার আপন (লোকপ্রশাসন, ৪৭ ব্যাচ), নুসরাত রহমান (বাংলা-৪৭), শাহরিয়ার হিমেল (আইআইটি- ৪৭), তাবিয়া তানজিন প্রেমা (সিএসই- ৪৭ ), মোঃ নাছিম উদ্দিন (পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স- ৪৭), মোনামি অর্পা (বোটানি- ৪৭ ), আনোয়ারুল প্রবাল (বিজিই-৪৭), নাহিদ মুরাদ (বাংলা-৪৭), ইমদাদুল হক শাওন (বিএমবি-৪৭)।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন- নাজিম উদ্দিন (ইতিহাস-৪৭), রবিউল ইসলাম রবি (জুলজি ৪৮), মেহেদী হাসান (একাউন্টিং-৪৮), রিফাত হাসান (ফিজিক্স-৪৮), রাকিব (লোকপ্রশাসন-৪৮), মো: মতিউর রহমান (অর্থনীতি-৪৮)।
এছাড়া, কমিটিতে সাংগাঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন- জাহিদ হাসান (মাইক্রোবায়োলজি-৪৭), নাইমুল ইসলাম সাগর (ফার্মেসী-৪৮), অসীম হালদার (জিওলজিক্যাল সায়েন্স-৪৯), সোয়েব আক্তার অঙ্কন (আইন ও বিচার ৪৯)।
কমিটির অন্যান্যরা হলেন, কোষাধ্যক্ষ- মোয়াজ্জেম হোসেন জুবায়ের (প্রত্নতত্ত্ব- ৪৭), দপ্তর সম্পাদক- ফাহিম শাহরিয়ার তন্ময় (লোকপ্রশাসন- ৪৯), প্রচার সম্পাদক- মোজাহিদ বিশ্বাস মঈন (ইতিহাস ৪৯)। এছাড়া পরবর্তীতে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ