গত দুইবছরের কাজের অগ্রগতি মূল্যায়নে বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। রবিবার (৩০ এপ্রিল) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। বৈঠকে উপাচার্যের দায়িত্বগ্রহণের দুইবছরে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এছাড়া ভবিষ্যতে করণীয় নির্ধারণ নিয়ে বিশদ আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ এবং শিক্ষার্থীদের সেবা প্রদানে গতি সঞ্চারের জন্য বিভাগীয় প্রধানদের দিকনির্দেশনা প্রদান করেন উপাচার্য।
গুণগত শিক্ষা নিশ্চিত এবং শিক্ষার্থীদের সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সম্প্রসারণ এবং বিদ্যমান কেন্দ্রগুলোতে আরও বেশি সেবা প্রদান নিশ্চিতের বিষয়ে আলোকপাত করেন উপাচার্য।
বৈঠকে এবছরের মধ্যে সারা দেশের কলেজগুলোর অধ্যক্ষবৃন্দকে নিয়ে ‘অধ্যক্ষ সম্মিলন এবং শিক্ষার্থী বৃত্তি প্রদান’ অনুষ্ঠান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘দ্বিতীয় সমাবর্তন’ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া বৈঠকে জাতীয় সেমিনার, সাইন্স ফেয়ার, ক্যারিয়ার ফেয়ার, বিদায় অনুষ্ঠান, ডিনস অ্যাওয়ার্ড, ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড, কলেজ র্যাংকিংসহ অঞ্চলভিত্তিক পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ