কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) ইইই বিভাগে ভর্তিতে টিউশন ফির ওপর ৫০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট প্রোগ্রামে ছাত্রদের উৎসাহিত করতে এই ছাড় দেয়া হচ্ছে। এছাড়া তিনজন বা তারও বেশি ছাত্র-ছাত্রী একসঙ্গে ভর্তি হলে তারা ‘গ্রুপ ওয়েভার’ হিসেবে টিউশন ফিতে ৫ শতাংশ ছাড় পাবেন। এসএসসি/এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপরে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি থাকছে।
শিক্ষার্থীদের উন্নয়নে ইইই বিভাগে রয়েছে সুসজ্জিত ল্যাব এবং উন্নত মাল্টিমিডিয়া ক্লাসরুম। বিভাগের অধিকাংশ শিক্ষক বুয়েট, রুয়েট এবং কুয়েটের স্নাতক। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষা এবং গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে এই বিভাগে যোগদান করেছেন বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ ফায়সাল। তিনি ইইই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। অপটিক্যাল কমিউনিকেশন, ফোটনিক্স এবং নবায়নযোগ্য শক্তির ওপর গবেষণার কাজে বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ ফায়সাল একটি বিশিষ্ট নাম।
এক্ষেত্রে বিভাগটি ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক্স, ফোটনিক্স, টেলিকমিউনিকেশনস এবং রোবোটিক্স বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে পাঠদান করে থাকে। তাছাড়া হাতেকলমে শিক্ষার জন্য শিক্ষার্থীদের নিয়মিত পাওয়ার প্ল্যান্ট ও ইনডাস্ট্রিয়াল পার্কে পরিদর্শনে নিয়ে যাওয়া হয়। এভাবে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রযুক্তিক্ষেত্রে শিক্ষার্থীদের চাকরি পাওয়ার সুযোগ বৃদ্ধিতে দৃঢ়প্রতিজ্ঞ এই বিভাগ।
বিডি-প্রতিদিন/শফিক