দিন-দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২৭ জন বহিরাগত ছেলে-মেয়েকে আটক করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির এক অভিযানে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে প্রক্টরিয়াল বডি কাজ করছে। কিন্তু বহিরাগতদের অবাধ বিচরণ ও নানা অনৈতিক কর্মকাণ্ডে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তাই প্রক্টরিয়াল বডির এক অভিযানে তাদের আটক করা হয়। তারা নিজেদের দোষ স্বীকার করেছে। তাই আইনানুগ ব্যবস্থা নিতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি চত্বরে বসে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বহিরাগত ছেলে-মেয়েরা। তারা সবাই নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। ক্যাম্পাসে নিয়মিত টহল চলাকালে তাদের আটক করা হয়েছে। আটককালে তারা প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে অসদাচরণ করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, ক্যাম্পাসে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক কিছু বহিরাগত ছেলে-মেয়েকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কাজ চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ