৭ জুন, ২০২৩ ১৫:২৪

চার দফা দাবিতে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মানববন্ধন

রাবি প্রতিনিধি

চার দফা দাবিতে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মানববন্ধন

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মানববন্ধন

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ চার দফা দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব দাবি জানান তারা।

অন্য দাবিগুলো হলো-বিরোধী মতকে দমনে হামলা-মামলা-গ্রেফতার বন্ধ করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং মাত্রাতিরিক্ত লোডশেডিং নিরসণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলাম, আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. কুদরত-ই-জাহান, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক হাছানাত আলী প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের অধিকার হরণ করেছে। অবৈধভাবে ১৫ বছর ক্ষমতায় থেকেও এই সরকার স্থায়ী কোনো শিক্ষানীতি তৈরি করতে পারেনি। অন্য দেশের শিক্ষাখাতে বরাদ্দ প্রতিবছর বরাদ্দ বাড়লেও এদেশে তা কমে। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বক্রমের ফলে জীবনযাপনে মানুষের নাভিশ্বাস উঠেছে। অর্থনৈতিকভাবে জাতি আজ পঙ্গু। 

ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক পারভেজ আজহারুল হক প্রিন্স-এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ফরিদুল ইসলাম, ফোরামের সাবেক সহ-সভাপতি অধ্যাপক মামুন-উর-রশিদ, অধ্যাপক এম রেজাউল করিম ও অধ্যাপক সামিউল ইসলামসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষক।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর