যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে বুয়েটের শহীদ মিনারের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন।
এসময় বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্টবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, অফিস, ইনস্টিটিউট ও সেন্টার প্রধানগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর বুয়েটের শিক্ষক সমিতি, বিভিন্ন ক্লাব, হল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ১৫ আগস্টের শহীদদের স্মরণ করেন।
দিবসটি উপলক্ষে বুয়েট ছাত্র কল্যাণ পরিদপ্তর কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক রচনা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা আয়োজন করা হয়। বুয়েটের বিভিন্ন ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক আলোকচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়াও অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অংশগ্রহণে বাদ আসর বুয়েট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই