জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে বুধবার পরিসংখ্যান বিভাগের আয়োজনে পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মিম্মা তাবাস্সুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঁঞা।
'শোকাবহ আগস্টের শোককে শক্তিতে রুপান্তর' এই উপজীব্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতায় পরিসংখ্যান বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মোট ৫টি দল অংশগ্রহণ করে এবং ৩টি দল যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে। পরে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম