রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে আবাসিক হলের বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটে ৩টি হলের ১০ জন করে প্রতিনিধিকে আবাসিক হলের বিদ্যুৎ বিলের বিষয়ে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নেন। এসময় অধ্যক্ষ শিক্ষার্থীদের বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আবাসিক হলের শিক্ষার্থীদের বিদ্যুৎ বিল দিতে হবে। এসময় শিক্ষাথীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে তারা অধ্যক্ষের রুম থেকে বের হয়ে ক্যাম্পাসের মাঠে জড়ো হন। এসময় পলিটেকনিকেলের চতুর্থ পর্বের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা নাভিদ রিওয়ের সাথে কথা কাটাকাটি হয়। এর পরে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পলিটেকনিক ইনস্টিটিউটে চিফ ইন্সট্রাক্টর ইউসুফ আলী বলেন, আবাসিক হলেন বিদ্যুৎ বিল নিয়ে ছাত্রদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছিল। ওই ঘটনায় ৫ সদস্যরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান বলেন, ছাত্রদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রযেছে।
বিডি প্রতিদিন/হিমেল