২০ নভেম্বর, ২০২৩ ২১:৫৬

ঢাবিতে ‘প্রলয় গ্যাংয়ের’ ৪ জনকে বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবিতে ‘প্রলয় গ্যাংয়ের’ ৪ জনকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু শিক্ষার্থীর দ্বারা পরিচালিত অপরাধী চক্র ‘প্রলয় গ্যাং’য়ের চারজনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না’-এ মর্মে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এ ছাড়াও চক্রটির ১৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শৃঙ্খলা পরিষদের সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। পরে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন-শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের তবারক মিয়া, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগের মুরসালিন ফাইয়াজ, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগের ফয়সাল আহমেদ সাকিব এবং অপরাধ বিজ্ঞান বিভাগের জুবায়ের ইবনে হুমায়ুন।

এর আগে, গত ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নির্যাতনের ঘটনায় এ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। এতে প্রলয় গ্যাংয়ের আবারও সক্রিয় হয়ে ওঠার বিষয়টি আলোচনায় আসে। এ বছরের শুরুর দিকে বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থীকে পিটিয়ে প্রথম আলোচনায় এসেছিল সংঘবদ্ধ অপরাধী চক্রটি। পরে এ বিষয়ে তদন্ত করতে একটি আন্তঃহল তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কথিত ‘প্রলয় গ্যাং’ নামের একটি গ্রুপের বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে গঠিত আন্তঃহল তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ১৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়।

বিডি প্রতিদিন/এমআই

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর