ঢাকাস্থ চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত ক্লাব অব চট্টগ্রাম সিটি কলেজ, ঢাকা এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর গলফ ক্লাব পাম ভিউ রেস্টুরেন্টে সাবেক শিক্ষার্থী ফরহাদ উদ্দিন আহাম্মদ শিমুলকে সভাপতি এবং আহসান কামাল চৌধুরী সোহাগকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এর আগে, সংগঠনের আহবায়ক ফরহাদ উদ্দিন শিমুলের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক শিক্ষক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান এবং তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী ও তৌফিক আনোয়ার শান্তনু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিমুল হাই ও মো. শাহ ইলিয়াস শেকুল, কোষাধ্যক্ষ সদরুল আলম শিপু, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা খাঁন (সনি), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ ফয়সাল মিনার, সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল হোসেন অভি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তি মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের বিন খায়ের এবং কার্যনির্বাহী সদস্য আবু মনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, রেজাউল করিম সোহেল, মো. ইমতিয়াজ আহমেদ।
বিডি-প্রতিদিন/শফিক/নুর