বুয়েটে নিয়মতান্ত্রিক রাজনীতির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। একইসঙ্গে তারা বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মুন্সী কামরুল হাসান অনিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, বিপুল খান, শাহীন আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই