খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে ড. মো. হযরত আলীকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম সই করা প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ও ১০ (৩) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভিসি নিয়োগের পূর্ব-পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। কুয়েটে পূর্ণকালীন ভিসি নিয়োগের পূর্ব-পর্যন্ত তিনি অন্তর্বর্তী সময়ের জন্য ভিসির রুটিন দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, এ সময় তিনি বিধি অনুযায়ী ভিসি পদের সব সুযোগ-সুবিধা ভোগ করবেন ও কুয়েটের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।
এর আগে, ২৫ এপ্রিল কুয়েটের সাবেক ভিসি ড. মুহাম্মদ মাছুদ ও প্রোভিসি শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।
উল্লেখ্য, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে প্রায় দুই মাস ধরে ধারাবাহিক আন্দোলনে নানা টানা পোড়েনের পর ভিসি প্রোভিসিকে অব্যাহতি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/কেএ