২০২৪-২৫ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম এই তথ্য জানান।
জানা গেছে, ‘সি’ ইউনিটে প্রথম গ্রুপে ৮৯ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের শিক্ষার্থী রোহান রহমান। দ্বিতীয় গ্রুপে ৮৪.৫০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী আহনাফ ফারহান ওহি। সি ইউনিটের অবিজ্ঞান গ্রুপে ৮০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মোসা. হালিমা খাতুন। তবে এই ইউনিটে গড় পাশের হার ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
এর আগে, গত ২৬ এপ্রিল দেশের পাঁচটি আঞ্চলিক কেন্দ্র দুই শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশ নেন।
১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নোত্তর পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা হয়। এতে ন্যূনতম পাস নম্বর ৪০ নির্ধারিত ছিল।
বিডি প্রতিদিন/আরাফাত