বরিশালের শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপন অভিযান।
বৃহস্পতিবার নগরীর বেলস পার্ক মাঠে মেলার উদ্বোধন করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শুরু হওয়া এ মেলা ১৪ আগস্ট শেষ হবে।
বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রুনা লায়লা।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। অগোছালোভাবে চারা রোপণ না করে পরিকল্পিতভাবে রোপণ করতে হবে। বাড়ির আশেপাশে এবং ছাদবাগানে ওষধি ও ফলজ গাছ রোপণ করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন